কবিতা

দেখা



দেবজ্যোতি কর্মকার


একবার সমস্ত নির্জনতা ভেঙে
এসো, দেখে যাও প্রিয়
কী প্রকান্ড! দাউদাউ বুকে সাজিয়ে রেখে,
আজও ফিরে ফিরে আসি ফাঁকা মাঠ
আর ওই
কী যেন বেশ নাম দেওয়া তোমার মোহনা নদী!

চলো, সেই যমুনা রঙের শাড়িটি পরে
একবার ভেসে ভেসে যাই,
হেঁটে যাই অজস্র স্রোতের ভেতর
ডানাহীন পাখির সাথে কথা বলি দুটো
শুনে নিই কত ব্যথা তার।
কত কথা বাকি আছে আকাশের মেঘে!

শোনা হয়নি আজও ছায়ার আক্ষেপ।
কখন বিষাদ নেমে আসে হালকা রোদ ভেঙে
সূর্যের সব আলো কখন যে বুঝে নেয় ফেরার সংকেত!
এসব শুনিনি বলেই ছুটে যাই বারবার ভুল শিরোনামে।
এঁকে, ছিড়ে দিই। নির্লিপ্ত দুটো চোখ,
অবিরাম চেয়ে থাকে আমার দিকে।

এসো, সব নির্জনতা স্তব্ধ করে দাও আমার।
সেঁকে নিই কেবল যেটুকু আমাদের উপশম
চলো, রাতের গভীরে আরও একটা গভীর রাতে
দেখা করি দু'জনে।