কবিতা

সবার হাত ছুঁই



রতন কুমার নাথ


বসন্ত আসেনি বলে এতদিন কাঁদছিলি তুই,
আজ তুই কাছে আয়
আজ তোর দুটো হাত ছুঁই।

করেছি শুকনো, পাতা
লজ্জা নেই, ভয় নেই আর,
রঙে রঙে ভরে গেছে অভাগীর সাধের সংসার।
ধর্ম নেই, জাত নেই, ভেঙে গেছে ভঙ্গুর আড়াল,
সকাল ছুঁয়েছে এসে লজ্জারাঙা পলাশের গাল,
এইখানে রাখ পা, এইখানে রাখ তোর মন,
চারপাশে চেয়ে দেখ লক্ষ লক্ষ ব্রজের নন্দন।

এখনো কাঁদিস কেন?
এ তো নয় বিদেশ বিভুঁই,
আজ তুই কাছে আয়
সবাই সবার হাত ছুঁই।