‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
বসন্ত আসেনি বলে এতদিন কাঁদছিলি তুই,
আজ তুই কাছে আয়
আজ তোর দুটো হাত ছুঁই।
করেছি শুকনো, পাতা
লজ্জা নেই, ভয় নেই আর,
রঙে রঙে ভরে গেছে অভাগীর সাধের সংসার।
ধর্ম নেই, জাত নেই, ভেঙে গেছে ভঙ্গুর আড়াল,
সকাল ছুঁয়েছে এসে লজ্জারাঙা পলাশের গাল,
এইখানে রাখ পা, এইখানে রাখ তোর মন,
চারপাশে চেয়ে দেখ লক্ষ লক্ষ ব্রজের নন্দন।
এখনো কাঁদিস কেন?
এ তো নয় বিদেশ বিভুঁই,
আজ তুই কাছে আয়
সবাই সবার হাত ছুঁই।