‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
আমাদের একটা সকাল ছিল
বাবা পাঠ করতেন আদ্যা স্তোত্র -
শৃণু বত্স প্রবক্ষ্যামি -
মা মালা গাঁথতেন,
পরাতেন ঠাকুরের গলায়।
আমি আবৃত্তি করতাম -
সকালে উঠিয়া আমি মনে মনে বলি...
সেই সকালটা কি আর ছুঁতে পারব না কোনোদিন?