কবিতা

একটা সকাল



রতন কুমার নাথ


আমাদের একটা সকাল ছিল
বাবা পাঠ করতেন আদ্যা স্তোত্র -
শৃণু বত্স প্রবক্ষ্যামি -
মা মালা গাঁথতেন,
পরাতেন ঠাকুরের গলায়।
আমি আবৃত্তি করতাম -
সকালে উঠিয়া আমি মনে মনে বলি...

সেই সকালটা কি আর ছুঁতে পারব না কোনোদিন?