কবিতা

অপেক্ষা



দীনমহম্মদ সেখ


সময় ফুরিয়ে যায় নৌকার মাস্তুলের ছায়ার মতোন
দিন শেষে ঘরে ফেরে না কেউই
ঢেউ ফিরে আসে কথা না দিয়েও।
নোনা বাতাস কাঁদতে কাঁদতে বোবা হয়ে যায়
উথাল পাথাল হয় নদী ও জীবন।
বৃষ্টি নামলে মেঘের কান্না ক'জন বোঝে?
তারারা ফুলের মতো ঝরে পড়ে অপেক্ষা পার হলে
দিনান্তে ঘুমিয়ে পড়ে ঈশ্বরও
জেগে থাকে অপেক্ষা, পড়ে থাকে সময়ের জীবাশ্ম।