কবিতা

ইমন কল্যাণ



সমর্পিতা সরকার


ইমনে কল্যাণই শুধু আছে
অকল্যাণ অন্যদের থাক

কড়ি মা'তে শুদ্ধ মা'র ছোপ
আলতায় কলঙ্কের দাগ

কলঙ্কের ভাগ নিতে যদি
বংশীতে বাজে হংসধ্বনি

আজ তবে কাজ নেই জেনে
কল্যাণ সাজে কি ইমনে?