কোথাও কোনো খুন হলেই কি তাতে সাম্প্রদায়িকতার ছোঁয়া থাকে?
প্রতিদিন অহরহ নির্দ্বিধায় এতো গোপনে খুন হচ্ছে -
আর তাতে একটু রঙ মিশিয়ে গান্ধীমূর্তির পাদদেশে গণ-আন্দোলন বসে,
তারপর এক সময় প্রায় মৃত বৃক্ষের মতো বিক্ষোভ নিস্তেজ হয়ে পড়ে, -
আর এসব ধারাবাহিক লম্বা কাহিনীর পরম্পরা টিভি সিরিয়ালের মত বেড়েই চলে।
প্রতিটা খুনই যদি সাম্প্রদায়িক হবে -
তাহলে স্বাধীনতা আন্দোলনের খুনগুলোও তো সাম্প্রদায়িক ছিল।
আমার মনের প্রত্যাশাগুলো প্রতিদিন নিঃসংকোচে খুন হচ্ছে,
এসবের জন্যে কে সাম্প্রদায়িক হবে!
আমি না তুমি?
দ্বিচারিতার মতো দু'দিকে মাথা নাড়ি;
তারপর মৃত্যুকে পাশ কাটিয়ে চলে যাই স্বচ্ছ ভাবমূর্তির পরবাসে।
যেকোনো খুন, রক্তপাত, মৃত্যু আমাকে ভীষণভাবে কাঁদায়,
কষ্ট দেয়।
আর মনের প্রত্যাশাগুলো খুন হলে আমি বধির হয়ে যাই... মৃত্যু হয়।