কবিতা

পুরোনো সব হারিয়ে গেছে



দিলীপ কুমার চক্রবর্তী


শহরখানি হারিয়ে গেছে
হাই-রাইজের যুগে,
ডোবা, পুকুর ভরাট সবই
বিশ্বায়নে ভুগে।

ডাংগুলি আর কেইবা খেলে
হা-ডু-ডু-ও তাই,
ক্রিকেট জ্বরে তারস্বরে
চেঁচাচ্ছে সবাই।

ফিঙে পাখি বসবে কোথা?
গাছপালা, বনবাদাড়
খামখেয়ালী মানুষগুলো
করছে সবই সাবাড়।

ডোডো পাখি বিলুপ্ত আজ
বাঘ, সিংহ প্রায় তাই,
পন্ডা, চিতা, চিতল, হরিণ
কোথাও যে নেই ঠাঁই।

হারিয়ে গেছে পিঠে, পায়েস
কেক, প্যাটিস আর পিজায়,
একতারা আর বাউল কোথায়
ব্যান্ডে বাজনা বাজায়।

ঠাম্মা, দিম্মা হারিয়ে গেছে
বৃদ্ধাশ্রমের ঘরে,
জানলা দিয়ে আনমনে চাই
মনটা কেমন করে!