‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
আপন ভেবে যার কাছে যাই
ভুল হয়ে যায় নির্বাচনে,
হাসিখুশি মিষ্টি কথায়
ছল খোঁজে সে ঢুকতে মনে!
সহজ সরল নিজের মতন
যতই ভাবি খাই যে ধোঁকা,
মানুষ চেনায় অভিজ্ঞ নই
বলতে পারো বিশ্ববোকা!
মনের কথা রাখলে মনে
মনের ভারে মরেই যাব,
কে বুঝবে মোর মনের কথা
তাকে খুঁজে কোথায় পাব?
সৃষ্টিকর্তার অসীম দয়ায়
যখন মোদের জন্ম ভবে...
তাঁর দেখানো পথটা কেন
সকল সময় তুচ্ছ রবে?
হে স্রষ্টা, একটি মানুষ
ভবে পাঠাও আমার তরে,
যেন সে বোঝে মোর মনের কথা
তোমার মতো আপন করে!