কবিতা

ছায়াহীন



সঞ্জীব চক্রবর্তী


একদিন দেখা হবে শহরে বা শহরতলিতে।
ধরো আমরা কেউই আনিনি জল সাথে করে
দূরে দূরে দিকে দিকে আবাসনের উপর
আবাসনের ছায়া
ওটাকেই মরীচিকা ভেবে আমি ছুটছি...
উদ্দেশ্য তোমার মুখে জল ঢেলে দেওয়া
আমি ছুটছি আমি ছুটছি
অবিবেচক যেমন পাহাড়ের ছায়া দেখে
পাহাড়ের দিকে ছুটে যায়
তারপর আমার পিপাসা হল।
এইবার
তুমি ছুটছো তুমি ছুটছো...
আবাসনের উপর আবাসনের ছায়া
একটা প্রকৃত গাছের ছায়া হতে পারে না
যার তলায় দু'দন্ড বসে আমরা
জলের জন্য কাঁদি
আর বেঁচে থাকি।