‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
একদিন দেখা হবে শহরে বা শহরতলিতে।
ধরো আমরা কেউই আনিনি জল সাথে করে
দূরে দূরে দিকে দিকে আবাসনের উপর
আবাসনের ছায়া
ওটাকেই মরীচিকা ভেবে আমি ছুটছি...
উদ্দেশ্য তোমার মুখে জল ঢেলে দেওয়া
আমি ছুটছি আমি ছুটছি
অবিবেচক যেমন পাহাড়ের ছায়া দেখে
পাহাড়ের দিকে ছুটে যায়
তারপর আমার পিপাসা হল।
এইবার
তুমি ছুটছো তুমি ছুটছো...
আবাসনের উপর আবাসনের ছায়া
একটা প্রকৃত গাছের ছায়া হতে পারে না
যার তলায় দু'দন্ড বসে আমরা
জলের জন্য কাঁদি
আর বেঁচে থাকি।