‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
হাড় ক'খানা রেখে দিও নিখাদ ঝুমঝুমি
বিনা যুদ্ধে ভেসে যাবে কবিতার ভূমি
কতজন নায়িকা ছিল ছিল না নায়ক
যুদ্ধ শেষে তোমাদের ফুল বৌ হোক
এ বৌ রক্ত মাংসের চন্দনের হাড়
যত ঘসবে ততো গন্ধ গন্ধ পাহাড়
সে পাহাড়ে বাস করে এক জানগুরু
ঝুমঝুমি বাজিলে কবিতা হবে শুরু।