কবিতা

ওভারল্যাপিং মোডের কবিতা



চিরঞ্জীব হালদার


আপনি ও জলবায়ু জামাইবাবুর মধ্যে কোনও সোনালী চিল ডেকে ওঠে।

নিষিদ্ধ খিস্তি ও আপেলের মধ্যে ধূসর পর্দা এক শপথ বাক্য পাঠ করে।
তোমার গৃহকল্পদ্রুম আর চাবি হারানো দেরাজের মধ্যে আপেলের ক্ষুদে বীজ নিদ্‌ঘুমে।
তাকে কিভাবে জাগাবেন?

তুকারাম তুমি এ'সব দেখেও দেখোনি।
মালার্মে তোমার বিষণ্ণ যে করে চিরকুটের আজ জন্মদিন।
সে কখন ভূমধ্যসাগরের দ্রাক্ষাক্ষেত পার হবে তখন একটু জাগরণে থাকতে বলবেন।

ডানকুনি পেরিয়ে আসা খতরনাক সুপারী কিলারের প্রেমিকা তোমাদের জন্য ঘসেটি বেগমের শাড়ি পড়ে
সেতুশুল্কের পাহারাদার।
আপনার জামাইবাবু কোনো শুল্ক না দিয়ে ঘসেটির
মন্ত্রণা-কক্ষে এই ঢুকলো বলে।