‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
চিনি, চিনি তো অনেককেই, তবে
মনে রাখার মতো ভাবতে ধন্দে পড়ি
সারেঙ্গি বাজিয়ে সন্ধে পড়তে হাজির হতো
যে দেহাতি মানুষটা, তাকে তো চিনি বহুদিন।
তারপর কোথায় সব হারিয়েও গেল
ছোটবেলার সত্যপীর
চকচকে থালায় কুপী জ্বালিয়ে চামর বুলিয়ে যেত মাথায়
হারিয়ে গেল, হঠাৎই এরা হারিয়ে গেল।
উত্তুরে হাওয়া আসত শীতের জানালাটি
হঠাৎ সামনে একটা বাড়ি দাঁড়িয়ে পড়ল
হারিয়ে গেল হাওয়া, শহর কেমন পালটে গেল
শহরের সেই চেনা মানুষ, হারিয়ে গেল।