কবিতা

জন্ম



নূর সাহিম রেজা


এই যে এত এত স্মৃতি বয়ে চলেছি,
নদীর অত ক্ষমতা কৈ?
প্রতিদিন জমছে কাতারে কাতারে,
গভীরতা কমে কৈ?

নদী কেমন অল্পেই হাঁপিয়ে যায় দেখেছো?
ধরে রাখতে পারে না বেশিদিন, উগরে দেয় ক্ষিপ্রতায়।
নদী সইতে পারে কৈ?

তবু নদী হতে পারলে ভালোই হতো,
জানা ঠিকানা থাকতো মোহনায়,
চেনা পথ পেতাম ঢাল বুঝে,
দু'কূলে কতো গল্প পেতাম, আনন্দ পেতাম
মাঝে মাঝে বিসর্জনও...

কেন যে তোমার প্রেমে পড়তে গেলাম?
মানুষ হয়ে জন্ম হলো।