কবিতা

জীবাশ্ম



দীপঙ্কর বিশ্বাস


দীর্ঘ অপেক্ষা আমায় অলস করে
নেই তোমাদের মতো জোতিষ্ক চিন্তন
প্রবল আগ্রহ থাকলেও অচ্ছুত থাকি,
অচ্ছুত থাকি আমি বাঁচার তাগিদে।

কিছু অধিকার গড়ে তোলে মনে স্রোত
কিছু স্রোত গড়ে তোলে অজস্র মন্থকূপ
এমনই কিছু মন্থকূপ আঁকড়ে থেকে যাই
গড়ে দেয় অলস যাপন।

সেখানে শামুকের সাথে ভাব করি
তাঁর খোলস আছে, রক্ষাকবচ...
দেখি সেও বশ্যতা মানে কারোর ছোঁয়ায়,
গুটিয়ে থাকার প্রয়াস আতঙ্কে কিংবা ঘৃণায়।

খরস্রোতা পথে দুর্গম সহবাস
এগোলেই মৃত্যু অনিবার্য।

পথে ক্লান্তির দাগ স্পষ্ট থেকে যায়...