‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
এক বুক নদী নিয়ে শামলা মেয়ে ঘরে ফেরে,
তখন সবে সাঁঝ নেমেছে,
তারার দল ফুটি ফুটি,
মাঠে তখনও ছেলের দলের কলরব -
ঘরের সামনে সন্ধ্যা মালতির গন্ধ
আর উনুনের ধোঁয়া,
ছোট শিশুর আধো বুলি,
বৃদ্ধ বৃদ্ধার অপেক্ষমান চোখ -
নদী যেন অমনি ঝরণা হয়ে যায়।
বয়ে চলে তরতরিয়ে
সারাদিনের ক্লেদ অপমান মালিন্য
উধাও হয়ে যায়।
ছোট্ট জীবন জড়িয়ে ধরে আষ্টেপৃষ্টে
একেই কী বলে বহতা সুখ?