‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
মেঘ হয়ে নেমে এসো কালিদাস
এ অরণ্যে
পুনরায় বৃষ্টিস্নাত হই
ধুইয়ে দাও রক্তপলাশ
ভিজুক আমার আধুনিক ঘুম।
পবিত্র স্নানের পর শুদ্ধতা এলে
জেগে ওঠো আমার নিদ্রিত ঈশ্বর।
বিনির্মিত এই অরণ্য অনন্ত সভাঘর।