কবিতা

মেঘদূত



অরুণ ভট্টাচার্য


মেঘ হয়ে নেমে এসো কালিদাস
এ অরণ্যে
পুনরায় বৃষ্টিস্নাত হই
ধুইয়ে দাও রক্তপলাশ
ভিজুক আমার আধুনিক ঘুম।
পবিত্র স্নানের পর শুদ্ধতা এলে
জেগে ওঠো আমার নিদ্রিত ঈশ্বর।

বিনির্মিত এই অরণ্য অনন্ত সভাঘর।