কবিতা

একা



দিপংকর চক্রবর্তী (বাংলাদেশ)


আমিও ঈশ্বরের মতো একা।
আমারও তার মতো কথা বলার কেউ নেই,
নেই কোনো সঙ্গী।

জমাটবদ্ধ ব্যথার ফোড়া যখন ফেটে গিয়ে রক্ত পুঁজ বের হতে থাকে,
তখনও ব্যথা জানাবার সকরুণ হৃদয়ের খোঁজে হাতড়ে বেড়াতে হয় জগৎ সংসার।

কাউকে নিয়ে কবিতা লেখার নেই না আছে গল্প বলার কেউ।
কারো প্রার্থনাতে নেই, নেই কারো শুভকামনায়।

কারো স্মৃতিতে নেই কারো বিস্মৃতিতে নেই।
কারো অভিমানে নেই, নেই কারো ভালোবাসায়।

আছি শুধু নৈশব্দে,
অনন্ত নৈশব্দে।