কবিতা

ঘুমের ভেতর



নজমুল হেলাল (ঢাকা, বাংলাদেশ)


পাখিরা হাল চাষ করে
আর গাধারা উড়ে বেড়ায় আকাশে
গরুরা কাটায় বিলাসী জীবন
কলুর বলদ যেন চেয়ে চেয়ে দেখে
এসব দেখতে দেখতেই
এক সময় আমার ঘুম ভেঙে যায়!