‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
পাখিরা হাল চাষ করে
আর গাধারা উড়ে বেড়ায় আকাশে
গরুরা কাটায় বিলাসী জীবন
কলুর বলদ যেন চেয়ে চেয়ে দেখে
এসব দেখতে দেখতেই
এক সময় আমার ঘুম ভেঙে যায়!