‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
খাই শাঁস বারো মাস তাল শাঁস বোশেখে
আম পাকে ঝাঁকে ঝাঁকে মগডালে বসে কে?
বনে বনে বুনো বায়ু দোল দেয় শাখাতে।
টুপ করে যায় ঝরে ফুল ফল পাকাতে।
লাল নীল ঝিলমিল প্রজাপতি ওড়ে ওই
সুফি ফুলি বুলবুলি তোরা আজ গেলি কই?
নেট জালে কোন্ তালে খোকাখুকি মশগুল
ফুলগুলি মাখে ধুলি মালা গাঁথা হয় ভুল।
বিলকুল দিক ভুল নেই ঠিক মাথাতে
তড়িঘড়ি বসে পড়ি ঘনছায়া পাতাতে।
টলমল আঁখি জল মায়াভরা ওই চোখ
দেখি যদি সেই নদী ভুলে যাই শত শোক।
ছোটবেলা কত খেলা দৌড়ঝাঁপ সাঁতারও
ডিজিটাল সেই কাল পাক ফিরে আবারও।