‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
ছায়া শূন্য দগ্ধ দিনে অনন্ত মুহূর্ত ঘিরে একা
দাঁড়িয়েছি পথমধ্যে, সমস্ত ঋণের দরদাম
শেষ হলে মুঠো খালি; কপালে জমেছে কিছু ঘাম;
আর আমি খুঁজে যাচ্ছি অসহ্য কর্কটক্রান্তিরেখা।
নিজের অস্তিত্ব নিয়ে এ মুহূর্তে আমি সন্দিহান,
এত রোদ তবু কোনও ছায়া নেই! এ কি অসম্ভব?
প্রকৃতির প্রতিশোধে পুড়ে মরছি; কীভাবে সম্ভব
হল এই বিস্ময়ের নাট্যরূপ? মানুষেরই দান।
নিজেকে এমন মৃত্যুদান করে মরবে কতবার?
মারবে কত বন্ধু আর পরিচিত আত্মীয়স্বজন!
দমবন্ধ করে দেবে পুকুরের, কেটে ফেলবে বন!
এ পৃথিবী নিঃস্ব নয়, প্রতিদিন হবে শবাধার।
কারও কিছু কোনওদিন যায়নি, যাবে না এই জানি;
ছায়া হারানোর পর শুধু কলরব, কানাকানি।