‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
তোমায় চেয়েছি প্রিয়তম বারবার,
অনেক কাছে নিবিড় হতে চেয়েছি অনন্তবার।
চোখেতে তোমার দেখেছি সাত রঙের খেলা,
তোমার সাথে গেঁথেছি রঙিন ফুলের মালা।
তোমার স্মিত হাসিতে জড়িয়ে আছে বেলা-রজনীর গন্ধ,
সাথে তোমার বন্ধনে এসেছে মোর জীবনের বৈচিত্র্যের আনন্দ।
ব্যথিত জীবনের তুমি পরমানন্দ;
শ্রেয়, তুমি অমূল্য, নেই কোনও আর দ্বন্দ্ব।
তুমি সুন্দর দীপ্তি জীবনের আলো;
তুমি কি জানো, তোমায় বেসেছি কত ভালো?