কবিতা

খেলার ঘরেই ফিরি



সুজাতা দে


খেলাঘরের শাড়ি;
আড়ি ভাবের আড়ি।

দিন যাপনের বিষ
দিল কোকিল শিষ।

ভরা বাদলভাসি...
আরো কাছে আসি।

বারিষধারা বেশ...
বাঁচাই পীরিত রেশ।

পরকীয়ার দোষ!
তুইকি আমার নোস?

আড়ি ভাবের ছড়া,
হয়নি সেদিন গড়া।

ওদিন চরম বাধা...
পরম প্রেমে সাধা।

ভুল শুধরে ভাসি,
বলনা; ভালোবাসি।

গোপন ছলাকলা;
সব কি যায় বলা?

গোপন অভিসারে...
বাজে বাঁশি দ্বারে।

খেলার ছলেই আড়ি;
হোকনা বাড়াবাড়ি।

তোর খেলুড়ে শাড়ি;
ফের সাজায় দাঁড়ি।

ভেজা-শাড়ির রোখ...
খেলাঘরেই হোক।

আড়ি ভাবের আড়ি;
হয় না ছাড়াছাড়ি।