‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
ঠোঁটে যখন আমার ঝিলিক
আরশি জুড়ে আলো,
ভাবতে বসি, ওটাই আমি?
ওইটুকুই মোর ভালো?
আঁধার যখন নামে মনে
একলা সাঁঝে, ভোরে,
একলা যখন ভালোলাগার
স্বপ্নেরা ভিড় করে,
শূন্য বুকে ব্যথার সূঁচে
ধূসর নক্সার বুনোট গড়ে।
একলাবিলাস জৌলুসহীন
উত্তাপহীন, ম্লান;
তবু জানি, সেও তো আমি,
শূন্য সুখের গান;
একলা মনে একলা ক্ষণে
একলা ভিজে থাকি,
আপনমনে কথার ছলে
থাকেনা তায় ফাঁকি,
তবু জানি, স্বপ্ন কিছু
দূরে থাকাই শ্রেয়
ভীষণ দামি, মূল্য যে দেবো
পাহাড় সমান দেয়;
আকাশের তারা হীরকখচিত
জ্যোতিষ্ক দ্যুতিময়,
ক্ষুদ্র এ'বুকে আলোটুকু থাক
বৃথা অধরার খোঁজ।
কপোলতলের সরোবরে
উপচে পড়া জল,
হীরকদ্যুতি আড়াল থাকুক
না শংসা না যশ;
সেই দ্যুতিতেও বিম্বিত হই
অনেকখানি আমি;
কেউ না জানুক, আরশি ভুলুক
কারোর কাছে তো দামি...