কবিতা

সাপলুডো



মৌতুলি নাগ সরকার


ছায়াছবির অনুরণন আসক্ত করেনা আর
পর্দানসীন চিত্রগুলো শুধু যেন আলোর ছলনা।
বরং...
সোনালী রোদে পুড়ে যাওয়া শেফালীর মুখ
আমায় টানে রোজ...
হৈমন্তিক হলুদ মেখে তার হাসির মূর্চ্ছনা
নেশাগ্রস্ত করে...
মায়াবী বিকেল এসে তার কোলে পড়ে।
শেফালীর ক্লান্ত চোখ উঠোনে মাদুর পেতে দিলে
অদম্য মুক্তি তাতে সাপলুডো খেলে।

ছায়াছবির অনুরণন আসক্ত করে না আর
গোধূলীর মাদকতা সাপলুডো খেলে!