‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
ছায়াছবির অনুরণন আসক্ত করেনা আর
পর্দানসীন চিত্রগুলো শুধু যেন আলোর ছলনা।
বরং...
সোনালী রোদে পুড়ে যাওয়া শেফালীর মুখ
আমায় টানে রোজ...
হৈমন্তিক হলুদ মেখে তার হাসির মূর্চ্ছনা
নেশাগ্রস্ত করে...
মায়াবী বিকেল এসে তার কোলে পড়ে।
শেফালীর ক্লান্ত চোখ উঠোনে মাদুর পেতে দিলে
অদম্য মুক্তি তাতে সাপলুডো খেলে।
ছায়াছবির অনুরণন আসক্ত করে না আর
গোধূলীর মাদকতা সাপলুডো খেলে!