কবিতা

হৃৎপিন্ড সমাচার



নূর সাহিম রেজা


কালবৈশাখী শান্ত হয়েছে সেই কখন
বৃষ্টিও যেন উজাড় করেছে কোলসর্বস্ব
হিমেল হাওয়া তখন পাড়াময়
কেউ বুঝি জেগে নেই পিপাসার্ত নিশাচরের মতো
প্রহর গুনে আঁকছি ছবি শান্তি ঘুমের,
এমন সময়,
অ্যাড্রিনালিন ছুঁটলো বেগে, ঝড় উঠলো বুকে
দুটি চোখ, দুটি পলক মূর্ত করে গেল চেতনা।
শিহরিত অবশ দেহজুড়ে তখন বিদ্যুৎপ্রবাহ
সময়ের বাঁকে রেড সিগন্যাল...

কাল খবরের পাতায় একটা বজ্রপাতের খবর।

ক্যামেরাম্যান আহত হৃদয়ের সাথে, তৃপ্ত আঁখি
হৃৎপিন্ড নিউজ, পৃথিবী।