‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
শব্দেরা পুড়ে যায় প্রতিদিন
তিল তিল ধিকি ধিকি করে
তারা জ্বলতে থাকে, ছটফট করে।
গলগল করে ধোঁয়ার মতো বেরিয়ে আসতে চায় বারবার
ব্যাথায় চিৎকার করে, উল্লাসে অস্থির
যন্ত্রণায় দীর্ণ হতে হতে ফুলঝুরির মতো
ছড়িয়ে পড়ে চারদিকে।
স্ফুলিঙ্গগুলো আরো আরো ছড়ায়
জ্বলতে জ্বলতে দৃঢ় হয়, খাঁটি হয়।
পুড়তে পুড়তে সহজ হয়ে ফিরে আসে
মানুষের কণ্ঠে।