‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
গরমেতে হাঁসফাঁস
কংক্রিটে করি বাস
মেঘেরা হেরে গেছে যুদ্ধ -
গুরু গুরু গজরাতে
ভুলে গেছে তরজাতে
ঝালাপালা গাঁ-শহর শুদ্ধ।
দেয় ব্যাঙেদের বিয়ে
দেখা নেই জল-টিয়ে
জলপরী ভুলে গেছে হাসাতে -
দেখা নেই বর্ষার
গুমোর হয়েছে তার
বদরাগী আসবেই ভাসাতে।
মে'তে কালবৈশাখে
যদিও মেঘেরা ডাকে
জল কম শুধু ঝড়ঝাপটা -
চোখের সামনে জুন
প্রবল খরায় খুন
বর্ষা কি বোঝে সেই চাপটা।