কবিতা

নে না আপন করে



অলোক মুখার্জী


ও মেঘ তুই কোথায় ছিলি?
কেন ডাকে দিস না সাড়া?
কি এমন দোষ করেছি?
বল না ওরে ছন্নছাড়া।
তোর আশাতে দিন কেটে যায়
চাতকসম তাকিয়ে থাকি,
যতই তোকে মন থেকে চাই
মান বাড়াতে দিস যে ফাঁকি!
গাছগুলি সব ঝিমিয়ে আছে
পাতাগুলি যাচ্ছে পুড়ে,
পাখিগুলি ক্লান্ত ভীষণ
শুধুই কাঁদে করুণ সুরে!
আমাদের দেহ-মন সব দগ্ধীভূত
তুই না আসায় মরছি রোজ,
পুকুর, নদী শুষ্ক বেজায়
ঠান্ডা বাতাস নেয় না খোঁজ।
যাকে ভীষণ ভালোবাসি
সে যদি নেয় মুখ ঘুরিয়ে...
মনের দুঃখে মরেই যাব
প্রাণরস যে যায় ফুরিয়ে!
ও মেঘ, তুই মোদের কাছে
বড়ই নিজের জন,
ঠিক সময়ে পাশে থেকে
কর না আলিঙ্গন।