কবিতা

মেঘলা আকাশ



নন্দিনী সরকার


ভোরের বেলা চোখ মেলে আজ
যেই জেগেছি আমি
শিরশিরিয়ে বাতাস এলো
আকাশ বেয়ে নামি।
দরজা খুলে মনটা ভরে
খোলা ছাদের নীচে
ঠান্ডা হাওয়া আদর দিলে
দু'চোখ এলো বুজে।
গাছের পাতায় লাগলো কাঁপন
শাখায় লাগে দোলা
যতোই কেজো হও না তুমি
হবে রে মনভোলা।
মনে হবে পাখির মতন
যদি যেতাম উড়ে
কালো মেঘের ভেতর দিয়ে
সোনার রথে চড়ে।
চারিপাশে আঁধার ঘনায়
সূয্যি ঢাকে মুখ
দগ্ধ বোশেখ শীতল হবে
আশায় বাঁধি বুক।
এমনি করে কাটলো সময়
একটুখানি বেলা
কালো মেঘের ফাঁকে পুনঃ
সূয্যি করে খেলা!
সকালটা যে মিষ্টি ছিলো
পাগল ঝড়ের বেগে
উড়ে গেলো কোনদিকে মেঘ
কোথায় নিরুদ্দেশে?
হারিয়ে গেলো কয়েক পলক
কিছুক্ষণের সুখ
তোমার জন্য এই কবিতা
পড়বে ভুঁয়ে টুপ।