‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
আমার আমি নয় যে আমার
আমায় আমার ধুলোখেলা
তিলে তিলে ক্ষয়ে ফুরায় জীবন
বৃথাই বয়ে যায় যে বেলা।
পাহাড় থেকে যে নির্ঝরিনী
ঝিরিঝিরি বয় বিরামহীন
দুঃখসুখের নুড়ি বালি নিয়ে
ধারাপথ খোঁজে অর্বাচীন।
যেতে যেতে পাড় ভাঙে আর গড়ে
পড়ে থাকে কত স্মৃতি ও সুখ
চেনা অচেনার ভিড়ে অবিরাম
মুছে যায় কত প্রিয় সে মুখ।
খেরোর খাতায় আমার আমিও
গরমিলে বাঁধা বৃত্তবীন
মরুতৃষা বুকে স্রোতস্বিনীও
মোহনায় শেষে অন্তরীন।
গভীর সত্য বোঝেনা কেন
অভিমানিনী অবুঝ মন
সুখের খোঁজে দুখী চরাচর
আমার আমিতেই চিরমগন।