‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
বয়স হয়নি এখনও তবু
জুতোর দোকানে কাজ নেয় হিমালয়
সংসারের উপার্জনক্ষম বাবা নেই
অকালে হাল ধ'রে টিকিয়ে রাখে সংসার।
হিমালয়ের মতো বিশাল দেহ হয়তো নেই
তবুও হিমালয়ের মতো মন রেখে
সবাইকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা
বরফে ঢাকা সমুদ্রের তলদেশে পানির খোঁজ।
হিমালয়ের জুতো নেই তবুও জুতোশ্রমিক
মালিকের উদাসীন দৃষ্টি তাকে কুরে কুরে খায়
প্রতিবাদ করে না, শোনার কেউ নেই তার কথা
শুধু সময় মতো এসো কাজে, ফিরে যাও সময় মতো।
রাতে-দিনে কাজ করে সব মিলিয়ে
সকাল আটটা রাত দশটা
কোনো কোনো দিন হয়তো রাত বারোটা-একটা
সময়ের হের-ফের হলে বেতন কর্তন।
হিমালয়ের চোখের জলে তৈরি হল পুঁজিবাদ
হিমালয়ের শ্রমে ফিরে পেল সংসারের চাবি।