‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
সকাল থেকেই বসে ছিল, কালোকুলো থুম মেরে -
খিদেয় চোঁ চোঁ পেটে লকলকে জিভ নিয়ে;
হ্যাঁ করে ব্যাঙের মতন!
খুদে পোকা, লম্বা ফড়িং, রোগাপটকা, গোলগাল,
যাকে পাবে তাকেই গিলবে।
মনে মনে ভেবে নেয়,
পরমান্ন, মিষ্টান্ন, পলান্ন,
বাসি খাবার, বমিতে উগরে আসা খাবার -
যা পাবে তাই গিলবে।
একটি রঙিন সাপ কোথা থেকে এসে
হঠাৎ কপাৎ করে গিলে ফেলেছিল ব্যাঙটিকে।
এখন তো আমিই আছি, সাবধানী -
ছেঁড়া ছেঁড়া মেঘের সন্ধ্যের নীচে
হাঁ করে, লকলকে জিভ নিয়ে,
সে ব্যাঙেরই উত্তরাধিকারী।