‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
এ অভ্যাস করো তুমি
কদাকার জলের নালাকে
নদীভ্রমে ভুলে থাকো,
রুম ফ্রেসনারের গ্যাসটাকেই ভাবো অক্সিজেন
ড্রয়িংরুমের বেয়াড়া মানিপ্লান্টকে ভাবো
অরণ্যের পঞ্চম বাহিনী।
আর বাকি রইল ছবি?
পরিবেশ দিবসের সেল্ফি নিয়ে চাপ নেই
তোমার আপেল ফোন
সব অসম্ভব সম্ভব করতেই দক্ষ।
তুমি শুধু ভাবার অভ্যাস কর
যাতে ভয়ংকর মৃত্যুরাতে
আমিও যেমন চাই
সহজ ও অনাবিল
ব্যথাহীন মৃত্যু যেন প্রত্যেকেই পাই।