‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
আকস্মিক...
অমোঘ স্মৃতিরা সুগন্ধি ছড়িয়ে গেল
এই অবেলায়
হুমায়ুন টম্বের নিরালা সিঁড়িতে বিস্মৃত ছায়াদের
জমায়েতে
তখন সবে বেজেছে নিঝুম আবহসঙ্গীত
বিচ্ছেদের মূর্চ্ছনা ধরেছিল যে ভায়োলিন স্ট্রিং
তানসেনের আঙ্গুল আবেগ তাতে সুর বুনে দিল!
তোমার চুলের ফাঁকে বিনিসুতো যাপন
আঙ্গুল বন্ধনীতে ভালোবেসে দিলো।