কবিতা

এই অবেলায়



মৌতুলি নাগ সরকার


আকস্মিক...
অমোঘ স্মৃতিরা সুগন্ধি ছড়িয়ে গেল

এই অবেলায়

হুমায়ুন টম্বের নিরালা সিঁড়িতে বিস্মৃত ছায়াদের
জমায়েতে

তখন সবে বেজেছে নিঝুম আবহসঙ্গীত
বিচ্ছেদের মূর্চ্ছনা ধরেছিল যে ভায়োলিন স্ট্রিং

তানসেনের আঙ্গুল আবেগ তাতে সুর বুনে দিল!
তোমার চুলের ফাঁকে বিনিসুতো যাপন
আঙ্গুল বন্ধনীতে ভালোবেসে দিলো।