কবিতা

দোসর



দুর্গাদাস মিদ্যা


নিকষ কালো রাত্রি ঝিম মেরে বসে আছে
কাক পক্ষীও জানেনা
কোন অঙ্কে কার খেলা শুরু হবে
অভাগা রজনী এতো অসহায়
জ্যোৎস্নাও সরে গেছে না বলে।
তারাদের মিটমিটে আলো
সেও মেঘে ঢেকেছে দেখে
নিকষ কালো রাত হতাশায় হাত গুটিয়ে বসে আছে।
বেপরোয়া জীবনযাপন যতদিন সম্ভব ছিল
ততদিন হৈ হৈ রাত্রিবাস।
এখন একেবারে মধ্যবিত্ত রমণী যেমন।
বিধিনিষেধের অবাধ বেড়ায় বন্দীজীবন।
জ্যোৎস্নার আলো এলে বলে দিও
অমাবস্যাই আমার প্রাণের দোসর।