‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
একটা সুগন্ধী হত্যা করলে মৃত্যু হয় অনেকগুলি বিশ্বাসের
এ কথা জেনেও
সঞ্চারি বাগানে ছড়িয়েছ বর্জ্য ও বিষ্ঠা
সংলাপে সন্ত্রাসে মাটিতে পুঁতেছ রাক্ষস-বীজ
আমাদের এই অরণ্যে।
ফাল্গুনের বিশ্বাস চুরমার করে
মানচিত্র এক নির্বোধ শূন্যতা
নবজন্ম এঁকেছে জঙ্গল এখানে
তবু জঙ্গলরাজ কে চায় বলো তো?
তিন পুরুষের সমবেত নিঃশ্বাস
বাতাসের সাথে পাড়া থেকে গ্রামান্তরে
শ্বেত চন্দনের মতো
সরলরেখায় ছিল চূড়ান্ত বিশ্বাস।
সাগরের সুখ-কথা আসলে লবণ নির্যাস।