কবিতা

সুগন্ধি একটা হত্যা করলে



অরুণ ভট্টাচার্য


একটা সুগন্ধী হত্যা করলে মৃত্যু হয় অনেকগুলি বিশ্বাসের
এ কথা জেনেও
সঞ্চারি বাগানে ছড়িয়েছ বর্জ্য ও বিষ্ঠা
সংলাপে সন্ত্রাসে মাটিতে পুঁতেছ রাক্ষস-বীজ
আমাদের এই অরণ্যে।
ফাল্গুনের বিশ্বাস চুরমার করে
মানচিত্র এক নির্বোধ শূন্যতা
নবজন্ম এঁকেছে জঙ্গল এখানে
তবু জঙ্গলরাজ কে চায় বলো তো?
তিন পুরুষের সমবেত নিঃশ্বাস
বাতাসের সাথে পাড়া থেকে গ্রামান্তরে
শ্বেত চন্দনের মতো
সরলরেখায় ছিল চূড়ান্ত বিশ্বাস।

সাগরের সুখ-কথা আসলে লবণ নির্যাস।