কবিতা

কিঞ্চিৎ অন্তরীক্ষ



সমীরণ কুণ্ডু


শূন্যকে যদি 'ণ্য' দিয়ে অভ্যর্থনা করা হয় তবে কী হতে পারে? অণ্ডকোষ আরো ঝুলে যাবে? অথবা 'শু' দিয়ে শুরু করা যায় - সে অশালীন? একটু এগিয়ে বলি 'ন্ন' শেষে যদি ব্যবহার করি তিনি নাগরিকত্ব হারাবেন? কিম্বা 'সু'-য়ের বিকল্পে 'সূ'? বড়জোর একটি ঝড় আসবে। তাদেরও বিকল্পে 'ন'-য়ের ব্যবহার শুরু হলে তৃষ্ণার্ত কোলাজ। তাই দিয়ে কাকে ঢাকবে - বোধ? তবু আমি শূন্যই লিখবো। নাহলে এই প্রশ্নগুলিও মুহূর্তের প্রসঙ্গ হারাবে।

শূন্য আমায় ভোর রাতে ঘুম ভাঙিয়ে দিয়ে এইসব লিখিয়ে নিলো। বাধ্য ছাত্রের মতো লিখছি - শূন্যের বানানবিধি নিয়ে ছবি আঁকা যায়। একজন ঋষির বিরূপতা নিয়ে ব্রহ্মাণ্ড ও সময় পাশাপাশি হাঁটছে।