কবিতা

পুরুষ কবিতা



চিরঞ্জীব হালদার


কে আছিল গঞ্জের বাজারে সপ্তদিবস
আয়ান সুইটসের পাশে কামারশাল
পোড়া শস্যে রচিত খাদ্য ক্ষুধা ও সমগ্র
অবৃহৎ জীবনের অনড় আড়াল।

কে গায় এহেন কীর্তন গান কখনো শুনিনি
হৃদি আলাপন করেছে লেহন
ভাটিয়ালি স্তরে স্তরে হাড়ের তর্জমা
দর্শনীয় বেলুন আপনি কে হন।

সুদীপ্ত রমণ ছাড়া যে যুবক কৃষি
রচনা করেছে এক মহাকাশ নথি
ছাড়ুন সাতটা উনপঞ্চাশ তবুও প্রতীতী
সুপেয় প্রগলভতা হেরে যায় পতি।

কে আছিল চিৎকৃত নভোমন্ডল থেকে
নেমেছে স্বরূপ এক প্রণয় পুরুষ
তুমি তার বাজারের একমাত্র চন্দ্রাতপ
বস্তুমাত্র উজ্জ্বলতা সোনাদৃঢ় তুষ।