‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
ক্রমশ বয়স বাড়ছে
জ্বরার ভারে নত হচ্ছে ভারতবর্ষ
মনে করো, দ্রৌপদীর বস্ত্রহরণ কথা
অর্জুনের বাণ, শকুনি পাশা
কৃষ্ণের হাসি অথবা বাঁশি
রাম বনবাসে গেলে ভরত রাজা।
সীতার পাতাল প্রবেশ বা আত্মহত্যা
এসব এখন কাঁপে ও রক্তে বারুদে
ধ্বংস বা ধ্বংসের প্রস্তাবে
কৃষ্ণ বলেছিলেন...
ভাঙ্গনের পাড়ে দাঁড়িয়ে বলি
রৌদ্র পাঠাও ওহে ঐ ইন্দ্রজালিক
অজ্ঞানতার অন্ধকার কেটে যাক
জাত নয় জাতি
জগতে সভার শ্রেষ্ঠ আসন
তোমার জন্য অপেক্ষা করে আছে।