কবিতা

পথ



ভারতী বন্দ্যোপাধ্যায়


আদি অনন্ত কালের শিখন্ডী
               নির্বাক এই পথ,
কত শতাব্দীর ঘটে যাওয়া ইতিহাস
হাতড়ে বেড়ায় নতুন ঠিকানা।
পথ তো পথই থাকে, ভূত ভবিষ্যৎ
               আকড়ে ধরে।
ঠিকানা হারায় না, সে যেভাবেই
               হোক না নির্মাণ।
কত আশা ভালোবাসা স্তব্ধতা কোলাহল,
               বয়ে যায় নির্দ্বিধায়।
ক্লান্তিহীন অবকাশ ধরে রাখে
               কত অজানারে।
নেই কোন অভিব্যক্তি নেই কোন বৈচিত্র,
বসন্ত আসে যায়, পাথরে শ্যাওলা ধরে,
               পথ নির্বিকার।
ভিক্ষুকের যন্ত্রনা পথিকের ক্লান্তি,
জমে থাকে পথের ধুলায়,
               পরিণতি পায় প্রেমের জলছবি।
ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ থাকে
পাশবিক অত্যাচারের দৃষ্টান্ত।
ছিন্ন হৃদয় নির্জনতা খোঁজে,
               পথের ইশারায়।
নিরুপায় পথ হাহাকার শোনে,
বিষণ্ণতা মাখে রক্তাক্ত খোলসে।