‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
কবিতার দেহ ছিঁড়ে রক্তদানের নির্মোক শিল্পকৃতিতে
ব্যথাতুর আয়ুর পার দেখেছে নির্মম অভিজ্ঞতা,
স্থাপত্য গড়া রক্ত সিন্ধুতে বিন্দু বিন্দু ঘামের প্রবহমান ফেনীল ধারাস্রোত
মান খুইয়ে স্বচ্ছ জলে ধোওয়া চোখ...
অশ্রুনদী ধুয়ে খুব করে কাব্যকে জাপটে জড়িয়ে থাকা।
সত্যি বলা উদ্দাম সাহস মাথা পিছু দেহের সংখ্যা গুনে মাঝ মাঠে গন্তব্যের সমাপ্তি ঘটিয়েছে,
বছর পাঁচেক তফাতে অমানুষেরা খোঁজে মনের মানুষের বিপুল স্বপ্নিল আশা
যুগাবয়ব আলাপচারিতায় ভীষণরকম অস্থিরতা।
কথা ছিলো পৃথিবী পথে সাবলীল চলমানতার ইতিহাস লেখা হবে
কিন্তু তা হোলো কোই!
বরং স্পর্শের অধিকারে ইচ্ছামতি-মন নিয়ে কবিতা ফিরুক তার চেনা ছন্দে
নির্যাস হোক নির্জন আত্মবাস।