‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
মৃত্যু জঠরে সংক্ষেপ রেষারেষি
আরও গোপনীয় অর্ধেক সরলতা
পাশ ফিরে শুই নিদ্রাবিহীন ক্ষণ
আমাদের মেঘ একাধারে নীরবতা...
স্বর্গীয় হোক শব্দবিহীন মাস
উল্টোপাল্টা সময় রথের চাকা
মিতভাষী এক ডানপিটে রোদ্দুরে
চুপ বলেছিল ডানায় আগুন রাখা
সুদূরে এখন নিশাচর ডাক পাড়ে
সহ-গমনেরা নিদারুণ কাছাকাছি
বাকি মেঘ যত উদাসীন টিকে থাকা
তুমি আছো তাই আমি আজ ভালো আছি -
মিথ্যে সত্যি লেজ নাড়ে দিন দিন
পরলোকে শোধ ইহকাল মানে ঋণ।