কবিতা

লোকান্তরে



সুস্মেলী দত্ত


মৃত্যু জঠরে সংক্ষেপ রেষারেষি
আরও গোপনীয় অর্ধেক সরলতা
পাশ ফিরে শুই নিদ্রাবিহীন ক্ষণ
আমাদের মেঘ একাধারে নীরবতা...

স্বর্গীয় হোক শব্দবিহীন মাস
উল্টোপাল্টা সময় রথের চাকা
মিতভাষী এক ডানপিটে রোদ্দুরে
চুপ বলেছিল ডানায় আগুন রাখা

সুদূরে এখন নিশাচর ডাক পাড়ে
সহ-গমনেরা নিদারুণ কাছাকাছি
বাকি মেঘ যত উদাসীন টিকে থাকা
তুমি আছো তাই আমি আজ ভালো আছি -

মিথ্যে সত্যি লেজ নাড়ে দিন দিন
পরলোকে শোধ ইহকাল মানে ঋণ।