অক্ষরের সেতু ছুঁয়ে যায় হৃদয় বন্দর
সব যন্ত্রনার উৎস স্রোত বন্দরে নিহিত।
গভীর তৃপ্তির আগ্নেয় সমুদ্রে আতপ্ত কামনার শক্তিশালী ঢেউ ওঠে জোয়ার ভাটার প্রতি দোটানায়।
রাতের কথা তারায় ঢাকা থাকে,
জীবন নামের মুছে যাওয়া জলছবি ঘিরে যন্ত্রনা আর শূন্যতার রুবারু...
অন্তর্জাল নির্ভর প্রেমের শিরা উপশিরায় নীলচে কুয়াশা,
শূন্য তবুও কি পরিপূর্ণ শূন্যতা?
প্রশ্নের ভিড় মহাশূন্যের অসীমতায় প্রোথিত...
প্রতীক্ষায় প্রতীক্ষায় জ্বলছে বসন্ত
সুর্য মিলিয়ে যাচ্ছে ইচ্ছেডানার সওয়ারি হয়ে,
চাঁদের পূর্ণগ্রাসে ভার্চুয়াল যাপনের বেনজির বৃত্তান্ত
প্রেমের প্রহসনে আত্রেয়ীর বিষাদ,
হলুদ ফুলের বাসরে মৃত ইচ্ছেরা কথা হাতরায়,
শূন্যতার ধৈবত নিষাদ সুর তুলছে ছিন্ন বীনার তারে...
ইন্টারল্যুডে সেই আকাশপ্রদীপটা আজো বিশাখা নক্ষত্র কে শোনায়
'কুছ ভিগে আলফাজ'...