কবিতা

জীবন এক আশ্চর্য দূরবীন



সৌমিত বসু


যদি জল হয়ে জন্মাতাম
তাহলে তোমার চোখ বেয়ে গড়িয়ে পড়ার চেয়ে
কি সুখ বা হতে পারতো বলো?
সেই জলের ওপর দিয়ে বইয়ে দিতাম আমার নৌকো
তা একদিন টাইগ্রিস ঘুরে, গাল বেয়ে হাজির হতো তোমার স্তনবৃন্তের ওপর
তখন মৃত্যু এসে চুপিসারে বসতো আমাদের চিলেকোঠায়
ভর সন্ধ্যাবেলা আমরা সমস্ত খুলে ঠিক নেমে পড়তাম তোমার চোখের ভেতরে।

একটা প্রজাপতি আমাদের লক্ষ্য রাখছে কয়েকটা দিন
কিছু শুষে নেবার জন্য প্রতিদিন প্ৰস্তুত হচ্ছে তার শুড়
তার দেয়াল ক্রমশ ভরে উঠছে রঙ্গিন খামে

ঈশ্বর যদি পরজন্ম দিতে চায়,
আমি তোমার চোখদুটো চেয়ে নেবো। দেখে নিও।