কবিতা

লুন্ঠন



দীপঙ্কর বিশ্বাস


এখনও ক্ষতে ভন ভন করছে নেশা
জানেনা, এ কোন উল্লাসিত নির্যাস।

তাঁরাও এসেছিল কিছুক্ষণ আগে
বিষনখ উরোজ ছুঁয়ে বিকোয় জানানা
বিষাক্ত হাসি আর বাঘবন্দি খেলা।

খামহীন নগ্নতা, টেনে নিয়ে যাই রাজপথে
স্থাবর দর্শক বিকোয় ইজ্জত
মরচে পড়া দর্পণে ঝাপসা সমাজ
তেষ্টা মেটায় তাতে।

জানানা নির্মম কাঁদে,
তারও তৃষ্ণায় বুক ফাটে
ঠোঁট চিৎকার করে
যেন বলতে চায়
তাঁদের রক্ত এনে দাও, পান করি
আরও উর্বর করি নিজেকে।

নির্লজ্জ দর্শক এখনও হাততালি মারে
ফ্ল্যাশের ঝলকানিতে লুটিয়ে পড়ে...

এখন ক্ষতে ভন ভন করছে মাছি।