কবিতা

প্রতিদান



সর্বানী ঘড়াই


প্রতিদিন আমার ভেতর আমিই পুড়তে থাকি।
ছাইচাপা আগুনের মতো জ্বলতে থাকে
আমার সত্তা-অস্তিত্ব।

দুহাত বাড়িয়ে যেটুকু সুঘ্রান নিয়েছ বুকের,
স্তন পান করেছ, মাটিতে ভর দিয়েছ,
শুধু সেটুকুই না হয় ফিরিয়ে দিতে -
নাড়ি ছেঁড়া জন্ম ভেবে।

আর কতটা ধ্বংস হলে কঙ্কাল হব,
আর কতটা সহ্য করলে,
ছাই হয়ে মিশে যাবো ধুলোয়।
এ প্রশ্ন বারবার রেখে যাই প্রজন্মের কাছে।

যে সন্তান ভূমিষ্ঠ হলো আজ
সে কি বুঝবে নাড়ির টান, প্রতিদান।