‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
বোগেনভেলিয়া দিয়ে বাগান সাজাতে গিয়ে কত সহজে
ভুলে যাই জবা, হাস্নুহানা, বকুলের কথা, সিগারেটের ধোঁয়ায় সকাল কাটাতে গিয়ে
মাঘের ভোরে হারিয়ে ফেলি
শিশির ভেজা ঘাসের হৃদয়।
এই ভাবে মন থেকে মুছে যায়
ছয় ঋতুর আকাশ,
জীবনের সূক্ষ্ম অনুভূতি,
পাতা ঝরার কান্না, কিংবা ফুল ফোটার সময়!
বহুদিন শুনিনা কোন
রাখালিয়া বাঁশি।
চারপাশে কাঁপে শুধু আমাদের
ব্যস্ত মস্ত অশরীরী ছায়া,
গাছের একটি পাতাও নড়েনা,
তবু ঝড় ওঠে নির্জন রাতে,
শবযাত্রার উল্লাস ধ্বনি
দূষণ ছড়ায়! অসহিষ্ণু যৌবন
ইয়ার খোঁজে অন্ধ গলিতে!
কাকে দোষ দেব বলতো মানস, সময় নাচছে
পশ্চিমি বিষাক্ত বাতাসে!