শারদ প্রভাতে কান পেতে শুনি
আগমন ধ্বনি বাতাসে,
কী মধুর শোভা ধরণীর বুকে
মেঘ সাঁতরায় আকাশে।
কুমারী মায়ের শাড়ির আঁচলে
আলতার রঙ বোলানো,
মায়ের চরণে নূপুরের ধ্বনি
শ্বেত কাশফুল দোলানো।
শক্তিরূপিনী মা যে আসেন
তমসা নিধন করতে,
আলোকের ধ্বনি বেজে ওঠে যেই
মহাকাল কাঁপে মর্ত্যে।
দুর্গাপূজার আলোক মালায়
নব সাজে মাতা আসছে,
আগমনে তার প্রলয়ের ধ্বনি
পৃথিবী আলোয় ভাসছে।
যুগে যুগে তাঁর আরাধনা গান
পৃথিবীর বুকে চলছে,
অসুরের রাজ শেষ করো মা গো
সকাতরে সবে বলছে।
আগমনী সুরে তোমার মহিমা
শিল্পী সুজন গাইছে,
অভাবের ভারে কাতর মানুষ
সুখের পৃথিবী চাইছে।
চারদিন শুধু থাকো পৃথিবীতে
বাকি দিন যদি থাকতে,
এই অসুরের ক্ষমতার কাছে
হতোই তোমায় হারতে।
থেকে যাও মা গো একটি বছর
আগমনী গানে বলছে,
দেখবে তখন অসুরের তরে
পৃথিবী কেমন জ্বলছে।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।