কবিতা

শারদীয়া



প্রদীপ কুমার চক্রবর্তী


শারদীয়া হাসে মেঘের তুলিতে
কখনও বৃষ্টি ঝরছে
কচিকাঁচা সব শিউলিতলায়
দূর্বা মাড়িয়ে চুপড়ি ভরায়
তাদের পায়েতে শিশিরের স্নেহ
মাখামাখি করে হাসছে
স্থলপদ্মেরা চুপিসাড়ে দেখে
কানে কানে কিছু বলছে।

ধানক্ষেত জুড়ে কত কত কাশ
সাদা রঙে ছবি আঁকছে
কখনও বাতাসে মাথা দুলে যায়
দুলে দুলে সব কত কি শোনায়
সবুজ শাড়িতে কত সাদা পাড়
কত প্রেম বুকে ভরছে,
ভোরের অরুণ আলো - সুর দিয়ে
কত গান যেন গাইছে।

প্রকৃতি আজকে কত রঙে রাঙি
রূপে গুণে শুধু সাজছে
তাহার হাসিটি ধৌত শ্যামল
নীলাকাশ দেখি কত উজ্জ্বল
আসে মা দুর্গা সব পাড়াজুড়ে
বোধনের ঢাক বাজছে
শিশুগণ যত আনন্দে মাতে
প্রাণ ভ'রে তারা নাচছে‌।

শারদীয়া রঙ‌ সেথা অনাগত‌
যেথা বন্যায় বাড়ি ভাঙছে‌
কত কত জল‌ সারা গ্রামজুড়ে
কোথায় যে ত্রাণ আসেনা তো ঘুরে
হাহুতাশ আর কান্নার মাঝে
দিনগুলো শুধু কাটছে‌
বলি মা দুর্গা, এইটুকু বোঝো
এই গরীবগুলো কি চাইছে?

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।