‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
বরষা হতেই বাসি
শরৎ বলে আসি,
আকাশখানা এবার হ'লো
খুকুমণির হাসি।
শরৎ ঋতুর মাস
সবুজ বরণ চাষ,
মাখছে শিশির আঁধার ভোরে
চলার পথের ঘাস।
জলটা নদীর কূলে
বসছে ভ্রমর ফুলে,
শাপলা শালুক উঠছে হেসে
ঘোমটা মুখ খুলে।
কাশে দোলা লাগে
শিউলি কুঁড়ি জাগে,
বাতাস এসে মাখছে সোহাগ
খুশির অনুরাগে।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।